রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আন্দোলনে অসুস্থ বাড়ি ফিরে মারা গেলেন শিক্ষক

নতুন জোট করলেন আন্দোলনরত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অংশগ্রহণকারী শিক্ষক সংগঠনগুলোর সমন্বয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। গতকাল এই নতুন জোট গঠন করেন শিক্ষক নেতারা। তবে এই জোটে কোন কোন শিক্ষক সংগঠন রয়েছে তা জানানো হয়নি। এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে বাড়ি ফেরার পর একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। অহিদ আহম্মদ (৫৮) নামে এ শিক্ষক নোয়াখালীর বেগমগঞ্জের এ কে জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকার গ্রীষ্মকালীন ছুটি বাতিল করলেও জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফেরেননি। দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। গতকাল ১২তম দিনের মতো বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আন্দোলনে যোগ দিতে গত সপ্তাহে অহিদ আহম্মদ নোয়াখালী থেকে ঢাকায় আসেন। টানা এক সপ্তাহ কর্মসূচিতে অংশ নেন তিনি।

 শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তিনি বাড়ি ফেরেন। বাড়ি পৌঁছানোর পর রাতে মারা যান তিনি।

গ্রীষ্মকালীন ছুটি বাতিল করায় সূচি অনুযায়ী আজ (রবিবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে না ফেরার কথা জানান।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ গতকাল জানান, নতুন গঠিত জাতীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, অন্য সংগঠনের সভাপতিরা যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকবেন। আর জোটের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ রয়েছেন। অন্য সংগঠনের সাধারণ সম্পাদকরা সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন।

সর্বশেষ খবর