রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গণপিটুনিতে তিন ডাকাত হতাহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে তিন ডাকাত হতাহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুরের অজয় শিকদারের বাড়িতে ডাকাতি করার সময় স্থানীয়রা টের পেয়ে তাড়া করে তিনজনকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে মো. রেজাউল মন্ডল রাজু (৩০) নামে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পরে নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুই ডাকাতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে সেখানে চিকিৎসাধীন আছে। নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, গণপিটুনিতে নিহত ডাকাত মো. রেজাউল মন্ডল রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজশাহ গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে। আর আহত কোরবান আলী (৫৫) নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের আবদুল বেপারীর ছেলে এবং শেখ হাসান (৩০) একই উপজেলা চরযোদ্ধা কেহেল মাতবরের ডাঙ্গী এলাকার শেখ আনসারের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ  বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনিতে  নিহত ডাকাত মো. রেজাউলের মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে। এ ছাড়া আহত দুই ডাকাতকে উদ্ধার করে পুলিশ পাহারায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাত রেজাউল ওরফে রাজুর নামে নবাবগঞ্জ থানায় ২০২১ সালের একটি ডাকাতি মামলা রয়েছে। ডাকাতরা পেশাদার। তারা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করত এবং মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ছিল। সার্কেল এএসপি মো. আশরাফুল আলম বলেন, এলাকাবাসী ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিলে একজন মারা যায়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে।

সর্বশেষ খবর