শিরোনাম
রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাগেরহাটে শিশুকে নির্মম নির্যাতন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার পল্লীতে দড়ি দিয়ে হাত-পা বেঁধে প্রকাশ্যে শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় জড়িত গ্রামপুলিশ মো. নাসিম খানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে ইয়াসিন আরাফাতকে (১৪) চোর অপবাদ দিয়ে রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের  বৌবাজার এলাকায় দড়ি দিয়ে বেঁধে হত্যার উদ্দেশ্যে রাস্তার ওপর নির্মম নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ওইদিনই গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের গতকাল আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- মল্লিকের বেড় ইউনিয়নের গ্রামপুলিশ মো. নাসিম খান (৩৬), মাহমুদ ইসলাম (২৫) ও মো. কেরামত হাওলাদার (৫০)। এদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, উপজেলার মল্লিকের বেড় গ্রামে দিনমজুর অলিয়ার রহমানের সঙ্গে প্রতিবেশী সরোয়ার হোসেনের পূর্ব শত্রুতা রয়েছে। এরই জেরে সরোয়ার হোসেন গ্রামপুলিশ মো. নাসিম খানকে ম্যানেজ করে দিনমজুর অলিয়ার রহমানের ছেলে ইয়াসিন আরাফাতকে চোর অপবাদ দেয়। শুক্রবার সকাল ৯টার দিকে শিশু ইয়সিন আরাফাতকে গ্রাম পুলিশ মো. নাসিম খানের নেতৃত্বে ধরে এনে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাস্তার ওপর প্রকাশ্যে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ওইদিনই গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত গ্রাম পুলিশসহ তিনজনকে গ্রেফতার করে। নির্যাতনের শিকার শিশুটির বাবা অলিয়ার রহমান বাদী হয়ে গতকাল সকালে গ্রেফতারদের তিনজনসহ পাঁচজনের নামে মামলা করেছেন। গ্রফতারদের গতকাল দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান।

সর্বশেষ খবর