সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আমদানি পণ্যের দাম কমবে

-------- আবদুল মাতলুব আহমাদ

আমদানি পণ্যের দাম কমবে

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মাতলুব আহমাদ জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য লেনদেনে মুদ্রা বিনিময় ব্যয় কমে আসায় আমদানি পণ্যের দামও কমবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের একটি বড় অঙ্কের ডলার সাশ্রয় হবে এবং তাতে রপ্তানিকারক ও আমদানিকারকরা লেনদেনে লাভবান হবেন। সেই সঙ্গে একটি মাত্র মুদ্রার ওপর আমদানি-রপ্তানির নির্ভরশীলতা কিছুটা কমে আসবে বলে তিনি মনে করেন। ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য রুপিতে চালু হওয়ায় সবচেয়ে বেশি উপকৃত হবে ক্ষুদ্র ব্যবসাগুলো। কারণ, এ ধরনের ব্যবসা লেনদেন মেটাতে গ্রিনব্যাক বা মার্কিন ডলার পেতে লড়াই করে। তিনি আরও বলেন, বিনিময় হারের ক্ষতি সাশ্রয়ের ক্ষেত্রেও ব্যবসাগুলো লাভবান হবে। যারা ভারতের সঙ্গে রুপিতে ব্যবসা করতে চায়, তাদের জন্য এই বিকল্প মুদ্রা নিয়ে এসেছে দুই দেশ। এটি ধীরে ধীরে ডলারের ওপর চাপ কমাবে; কারণ ডলার সংকট অনেক ব্যবসার জন্যই আমদানি কঠিন করে তুলেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর