সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এ বছরেই ওয়ান স্টপ সার্ভিসে মিলবে ১৫০ বিনিয়োগ সেবা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডার) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, এ বছরের মধ্যেই ১৫০টি বিনিয়োগ সেবা বিডা অনলাইন ওএসএস মাধ্যমে বিনিয়োগকারীদের প্রদান করা হবে। নতুন করে পাঁচটিসহ ৪৮টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল বিডার কনফারেন্স কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে পাঁচটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমঝোতা স্মারকে বিডার পক্ষে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার (সচিব) মো. লুতফুল হায়দার মাসুম, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে তোফায়েল আহমেদ, (ব্যবস্থাপনা পরিচালক, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড), রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের পক্ষে মো আল্লা হাফিজ (উপব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা), প্রাইম ব্যাংক লিমিটেডের পক্ষে শামস আবদুল্লাহ মুহাইমিন, (উপব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক লিমিটেড) এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে তারেক রেফাত উল্লাহ খান, (উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক লিমিটেড) স্বাক্ষর করেন। লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমানে বিডা ২৩টি প্রতিষ্ঠানের ৬৭টি সেবা ওএসএস-এর মাধ্যমে প্রদান করছে। আগামী তিন মাসের মধ্যে ৮০ শতাংশ বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসের মাধ্যমে প্রদান করা হবে। যে ধরনের বিনিয়োগ সেবা ভিয়েতনাম ৩৫ দিনে, ইন্দোনেশিয়া ৫০ দিনে ও ভারত ৬০ দিনে দেওয়া হয়। সেই ধরনের বিনিয়োগ সেবা বিডা ৪০ দিনের মধ্যে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এ জন্য আমরা সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসাবে বিডা ওএসএসের সঙ্গে অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করছি। যাতে বিনিয়োগকারী ঘরে বসে বিডা ওএসএসের মাধ্যমে একবার তথ্য প্রদান করে সব ধরনের বিনিয়োগ সেবা পান, অন্য কোনো অফিসে তার যাওয়ার দরকার নেই। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসা ও বিনিয়োগকারীদের যাবতীয় বিনিয়োগ সেবা অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করতে হবে। এতে দেরি করার কোনো সুযোগ নেই। কারণ এটা জাতীয় উন্নয়নের ইস্যু। আমাদের সবাইকে এক হয়ে তা বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ খবর