মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সংঘাতের উসকানি আমরা কখনো দেব না : কাদের

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। একই দিনে ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশ করবে যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশ হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের উসকানি দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভা শেষে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কোনো সংঘাত হবে না। সংঘাতের উসকানি আমরা কখনো দেব না। আমরা ক্ষমতায় আছি। শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই। চাই শান্তিপূর্ণ নির্বাচন। শুধু শুধু দেশে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করে আমাদের লাভ নেই। তবে কেউ যদি সংঘাত করতে চায় তাহলে জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা এবং শান্তি নিশ্চিতে আমরা মাঠে থাকব। এটি আমাদের কর্তব্য। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল খালেক। সঞ্চালনা করেন উপকমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার চাঁপা। আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য অধ্যাপক ফায়েকুজ্জামান, অধ্যাপক শফিউল আলম ভূইয়া, অধ্যাপক আজমল হোসেন, অধ্যাপক আবুল কাশেম, এইচ এম বদিউজ্জামান সোহাগ, মেহেদী জামিল, শেখ রাসেল, এস এম জাকির হোসাইন প্রমুখ। মহাসমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে বিএনপির যেসব নেতা-কর্মী ঢাকায় আসবেন তাদের মশার কয়েল আনার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, লাঠিসোঁটা নিয়ে আগেও সমাবেশ করতে এসেছে। কম্বল নিয়েও এসেছে। হাঁড়ি পাতিল নিয়ে এসে পিকনিকও করেছে। যেখানে সমাবেশ সেখানেই তাদের পিকনিক পার্টি। বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে একটা জিনিস হয়তো বেশি করে আনবে। সেটি হচ্ছে মশার কয়েল। বিএনপিকে আমি এটি স্মরণ করিয়ে দিলাম। আন্দোলন করতে এসে যেন হাসপাতালে ভর্তি না হতে হয়। সরকার পতনে বিএনপির এক দফার এই মহাসমাবেশকে আমলে নিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা জনগণের সঙ্গে আছি। জনমতই আমাদের শক্তি। ‘হেফাজতের আটককৃত নেতাদের মুক্তি না দিলে তারাও বিএনপির সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনে একাত্মতা ঘোষণা করবে’ এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এগুলো হলো দিবাস্বপ্ন। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন নিয়ে হোঁচট খাবে। এই স্বপ্ন শুধু দেখেই যেতে হবে। পরিচিতি সভায় উপকমিটির সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ছাত্র রাজনীতির সৌন্দর্য, গ্ল্যামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে। বিশ্বের ৫০০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদের গবেষণার ওপর জোর দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর