মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাতীয়করণের ঘোষণা না নিয়ে ফিরবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয়করণের ঘোষণা না পাওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে ফিরে যাবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে ১৪ দিন ধরে চলছে এ কর্মসূচি। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে শিক্ষকদের নির্দেশনা দেওয়ার পর গতকাল আন্দোলনে উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে।

গতকাল সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, শিক্ষকরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। এ ছাড়া আর কোনো উপায় ছিল না। এ সময় তিনি জানান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আমরা সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতীকী অনশন, অবস্থান ধর্মঘট, কর্মবিরতি পালন করেছি। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর