বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নাদিমের খুনিদের গ্রেফতার দাবি সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক

নাদিমের খুনিদের গ্রেফতার দাবি সাংবাদিকদের

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ অবিলম্বে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, হত্যাকান্ডে অংশগ্রহণকারী ২৩ আসামির মধ্যে মাত্র পাঁচজন আটক হয়েছেন। বাকিদের গ্রেফতারের ব্যাপারে প্রশাসনের অনীহা সাংবাদিকসমাজকে বিস্মিত করেছে। তা ছাড়া এ হত্যাকান্ডের মদদদাতাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা ঘরে বাইরে খুন, নির্যাতন ও বঞ্চনার শিকার। এ পর্যন্ত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব দীপ আজাদ, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, জাকারিয়া কাজল, নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমুখ। জান্নাত বলেন, ‘আমি যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই।’ সমাবেশ শেষে নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন।

সর্বশেষ খবর