বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা
বিধিমালা নিয়ে কর্মশালা

কমোডিটি এক্সচেঞ্জে অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, একটি সুষ্ঠু ও সুস্পষ্ট আইনি কাঠামোর মাধ্যমে কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠার বিষয়ে বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের প্ল্যাটফরম উপহার দেওয়া হবে। এটি বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় বিএসইসি কাজ করে যাচ্ছে। দেশে শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জ চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিএসইসির আয়োজনে কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ আরও বলেন, দেশের আর্থিক বাজারের জন্য কমোডিটি এক্সচেঞ্জ ধারণাটি নতুন। কমোডিটি এক্সচেঞ্জ চালুর মাধ্যমে দেশের অর্থনীতিতে উন্নয়নের নতুন মাত্রা যোগ হবে। খসড়া বিধিমালার ওপর মতামত বিনিময়ের জন্য বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত এই কর্মশালায় মুখ্য প্রাতিষ্ঠানিক অংশীজন হিসেবে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, বসুন্ধরা গ্রুপ, ডিএসই, সিএসই, সিডিবিএসসহ বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তিনি ডেরিভেটিভস ও ডেরিভেটিভস মার্কেটের ধারণা, কমোডিটি এক্সচেঞ্জের প্রোডাক্ট ও লেনদেন, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের সুযোগ-সম্ভাবনা, এক্সচেঞ্জে কমোডিটি ডেরিভেটিভের ট্রেডিং মেকানিজম, কমোডিটি ডেরিভেটিভসগুলোর ট্রেডিংয়ের ক্লিয়ারিং এবং সেটলমেন্ট প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালু করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো এবং তাদের সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোকপাত করেন তিনি। বিধিমালার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসির পরিচালক আবুল কালাম ও উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত।

সর্বশেষ খবর