বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক

ভূমিসহ সম্পদে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবি এসেছে একটি সেমিনার থেকে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সংবিধান, আইন, নীতিমালা ও আন্তর্জাতিক চুক্তির আলোকে ভূমি ও সম্পত্তিতে নারী এবং ট্রান্সজেন্ডারদের অধিকার’ শীর্ষক ওই সেমিনারে বক্তারা বলেন, বিশ্বব্যাপী নারীর ভূমির অধিকারের ক্ষেত্র অসম। ভূমিতে নারীর সমঅধিকারের বিষয়টি যেমন বৈশ্বিক, তেমনি অনেক বেশি স্থানিক। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও নারীর অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে সম্পত্তিতে নারী ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করতে হবে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির উপ-নির্বাহী পরিচালক এবং স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইনের কান্ট্রি কোঅর্ডিনেটর রওশন জাহান মণি। সেমিনারে বক্তারা নারীর ভূমিসহ সম্পদে সমঅধিকার প্রতিষ্ঠা এবং তাদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন আখতার এমপি। এতে প্যানেল আলোচনায় অংশ নেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, রাঙামাটি চাকমা সার্কেলের উপদেষ্টা রাণী য়েন য়েন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও অধ্যাপক ড. সীমা জামান এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আগত এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা মতামত প্রদান করেন। বক্তারা বলেন, রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতা আছে, প্রয়োগ করার ক্ষমতা আছে। রাষ্ট্র যেভাবে আইন প্রণয়ন করে, সে প্রক্রিয়াটি বৈষম্যমূলক, নারী বিদ্বেষী, পিতৃতান্ত্রিক, আদিবাসী ও প্রান্তিক মানুষের জন্য বঞ্চনামূলক। আইন প্রণয়নের প্রক্রিয়াটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বিবাহ-তালাক, সন্তানের অভিভাবকত্ব- এই বিষয়গুলোয় অভিন্ন পারিবারিক আইন হলে নারীর ভূমি অধিকার প্রতিষ্ঠায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব। উত্তরাধিকারের ক্ষেত্রে নারী ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সর্বশেষ খবর