বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর ভাষণের স্থানে হলো স্মারক স্তম্ভ

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরাফাত মুন্না

সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর ভাষণের স্থানে হলো স্মারক স্তম্ভ

দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক স্তম্ভ। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নির্মিত এই ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় আছেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালে সুপ্রিম কোর্ট উদ্বোধনের দিন বঙ্গবন্ধু যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দেন, ঠিক ওই স্থানে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাষণের ছবি ম্যুরাল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া স্তম্ভে প্রথম সংবিধানে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরের ছবি, সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের ৯৪ এবং ৯৫ অনুচ্ছেদ উদ্ধৃত করা হয়েছে। এতে আরও স্থান পেয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নাম। উন্নতমানের টাইলস ব্যবহার করে স্তম্ভটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। স্মারক স্তম্ভের কাজ দ্রুত শেষ করতে গত এক মাস শ্রমিক-কর্মচারীরা টানা কাজ করেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বঙ্গবন্ধু স্মারক স্তম্ভের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুক্রবার স্মারক স্তম্ভটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, গত বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। স্বাধীনতার ৫২ বছর পর সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে জাতির পিতার স্মারক স্তম্ভ নির্মাণকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। তারা বলেন, সুপ্রিম কোর্টের এই উদ্যোগটি প্রশংসনীয়। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর স্মারক স্তম্ভ আরও অনেক আগেই নির্মাণ করা প্রয়োজন ছিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। বঙ্গবন্ধু যে জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন, সেখানে স্মারক স্তম্ভ নির্মাণ করা সুপ্রিম কোর্টের মর্যাদার জন্যই অপরিহার্য ছিল। এটা অনেক বিলম্বে হলেও হয়েছে।

সর্বশেষ খবর