বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনটন ছিল বলল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টায় পূর্ব রামপুরা তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। লাশ দুটি দিনমজুর জুয়েল (২৮) ও তার স্ত্রী গৃহপরিচারিকা নাসরিন আক্তারের (২২)। স্বজনরা জানান, জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। তার বাবার নাম আজাদুর খন্দকার। আর নাসরিনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। সাড়ে ৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি সন্তান হলেও ৯-১০ মাস আগে মারা যায়। পূর্ব রামপুরার তিতাস রোডে নোয়াখালী বাড়িতে ভাড়া থাকতেন জুয়েল ও নাসরিন। পাশাপাশি ঘরে ভাড়া থাকেন নাসরিনের ভাই টিটু মিয়া। এক সপ্তাহ ধরে নাসরিন জ্বরে ভুগছিলেন। নাসরিনের ভাই টিটু মিয়া জানান, মঙ্গলবার রাত পৌনে ১টায় তিনি কাজ থেকে বাসায় ফেরেন। তখন তার স্ত্রী ও মেয়ের কাছে জানতে পারেন- দুপুরের পর থেকে নাসরিন এবং জুয়েলকে তাদের রুমের দরজা খুলতে দেখেননি তারা। তখন টিটু মিয়া তাদের ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালার মাধ্যমে কৌশলে তাদের রুমের দরজা খোলেন। ভিতরে ঢুকে দেখেন একটি ফ্যানের সঙ্গে দুৎটি ওড়না বেঁধে জুয়েল ও নাসরিন গলায় ফাঁস নিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন। রাত সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম আসে। তারাই ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আর্থিক অনটনের কারণে স্বামী-স্ত্রী একই ফ্যানের সঙ্গে আলাদা দুটি ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর