শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আয়-ব্যয় দুটোই বেড়েছে জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক

আয়-ব্যয় দুটোই বেড়েছে জাতীয় পার্টির

সাত মাস পার করে ২০২২ সালের আর্থিক হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি; তাতে দেখা যাচ্ছে, দলটির আয় ও ব্যয় দুটোই আগের বছরের চেয়ে বেড়েছে। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভ্ইূয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন ভবনে গিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে বার্ষিক আর্থিক হিসাব জমা দেন। রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০২২ সালে তাদের দলের আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ব্যাংকে স্থিতি আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা। এই হিসাবে গত বছরের তুলনায় দলটির আয় বেড়েছে ১০ শতাংশ, ব্যয় বেড়েছে ৫০ শতাংশের বেশি।

২০২১ পঞ্জিকা বছরে ব্যাংক জমাসহ ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা আয় দেখিয়েছিল জাতীয় পার্টি। আর ব্যয় দেখানো হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থিতি ছিল ১ কোটি    ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা। দলের মনোনয়ন ফরম বিক্রি, সদস্যদের চাঁদা, প্রকাশনা বিক্রি ইত্যাদি থেকে দলটি আয় করে। আর ব্যয় হয় প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতন ইত্যাদি খাতে। প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে।

সর্বশেষ খবর