শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অক্টোবরে চালু থার্ড টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবরে চালু থার্ড টার্মিনাল

রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল আগামী অক্টোবরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশের উড়োজাহাজ যোগাযোগে সূচিত হবে নতুন অধ্যায়। গতকাল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে অক্টোবরে উদ্বোধনের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন। পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের আগে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কনসালটেন্ট নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৮১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে মুখ্য সচিবকে অবগত করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এলিভেটেড ড্রাইভওয়ে, বোর্ডিং ব্রিজ, ডিপাচার লাউঞ্জের ফ্যাসিলিটি, চেক ইন কাউন্টার ও সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমসহ নির্মাণাধীন টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

হযরত শাহজালাল বিমানবন্দরে বিশ্বের শীর্ষ স্থানীয় আধুনিক বিমানবন্দরগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। টার্মিনালটিতে ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকায় ৩৭টি উড়োজাহাজ পার্ক করার স্থান, ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ পার্কিং ভবন, ৬৩ হাজার বর্গফুট জায়গায় আমদানি-রপ্তানি কার্গো কমপ্লেক্স এবং ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে।

দেশের বড় বড় মেগা প্রকল্পগুলোর বেশির ভাগই চালু হচ্ছে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে। এ অবস্থায় পুরোদমে চলছে বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ। ইমিগ্রেশন, বোর্ডিং ব্রিজ, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ ভিতরের সৌন্দর্যবর্ধনের কাজও চলছে সমানতালে। বর্তমানে বিশ্বের ৫৫টি বিমান প্রতিষ্ঠান কাজ করছে বেসামরিক বিমান চলাচল ও কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে। থার্ড টার্মিনাল চালু হলে বিশ্বের বিভিন্ন উন্নত দেশও কাজ করবে বেবিচকের সঙ্গে। বছরে ২ কোটি যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

সর্বশেষ খবর