শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
জামায়াতের কর্মসূচি

নিষিদ্ধের আবেদনে পক্ষভুক্ত হতে চান ৪২ নাগরিক

নিজস্ব প্রতিবেদক

লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা একটি আবেদনে নতুন করে পক্ষভুক্ত হতে চেয়েছেন ৪২ জন নাগরিক। তারাও চান আপিল বিভাগ জামায়াতের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিক। এদের মধ্যে আছেন শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, লেখক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। ৪২ ব্যক্তির পক্ষভুক্ত হতে চেয়ে করা আবেদনের বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। তিনি জানান, জামায়াতের বিরুদ্ধে রিটকারী মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ তিন ব্যক্তি গত মাসে আপিল বিভাগে একটি আবেদন করেন। ওই আবেদনে তারা আরজি জানান, হাই কোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ করে যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে জামায়াত যে লিভ টু আপিল করেছে, সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতের রাজনৈতিক কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হোক। একই সঙ্গে জামায়াত যে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কর্মসূচি পালন করছে, সে জন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া হোক। ওই আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৩১ জুলাই দিন ধার্য রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ওই দিন সামনে রেখে নতুন করে আরও ৪২ জন এতে পক্ষভুক্ত হতে আবেদন করেছেন। গত ২৬ জুন এ রিট মামলা প্রসঙ্গে আইনজীবী তানিয়া আমীর বলেছিলেন, আমরা দুটি আবেদন করেছি। একটা হচ্ছে হাই কোর্টের রায় বলবৎ থাকার পরও ১০ বছর পর জামায়াত কর্মসূচি পালন করেছে। আরেকটা আদালত অবমাননার। কারণ তারা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করেছে। অথচ হাই কোর্টের রায়ে তাদের নিবন্ধন অবৈধ। চেম্বার আদালত আবেদন দুটি গ্রহণ করে শুনানির জন্য ৩১ জুলাই দিন ঠিক করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

সর্বশেষ খবর