শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

প্রতিদিন ডেস্ক

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

কারাগার থেকে বাড়িতে পাঠানো হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে। গত সোমবার কারাগার থেকে তাকে রাজধানী নেপিডোর একটি সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র : বিবিসি। খবরে বলা হয়, কারাগার থেকে সু চির স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে গৃহবন্দি করার বিষয়টি সামরিক কর্তৃপক্ষের একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয় অং সান সু চিকে। একাধিক মামলায় ৭৮ বছর বয়সী সু চির ৩৩ বছরের কারাদন্ড দেওয়া হয়। এদিকে সু চি অসুস্থ বলেও একটা গুজব ছিল। তবে সামরিক বাহিনী এসব অস্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কারাসূত্র জানিয়েছিল, সু চি সুস্থ আছেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে কারাগারে সু চিকে দেখতেও গিয়েছিলেন।

সর্বশেষ খবর