শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এসএসসি ও সমমানের ফল আজ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন (www.educationboardresults.gov.bd) থেকে এই ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও এই ফল সংগ্রহ করা যাবে। মোবাইলে মেসেজ পাঠিয়েও ফল সংগ্রহ করতে পারবে ফলপ্রার্থীরা। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস রোল নং লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ফলাফলের অপেক্ষায় রয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী।

সর্বশেষ খবর