শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে বানরলাঠি গাছ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

হারিয়ে যাচ্ছে বানরলাঠি গাছ

হারিয়ে যাচ্ছে ঔষধি গুণসম্পন্ন বানরলাঠি গাছ। এ গাছটি সোন্দাল, সোনালু ও সোনারু নামেও পরিচিত। বানরলাঠির পাতা, বাকল, ফল, ফলের মজ্জা ঔষধি হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে এই গাছের দেখা পাওয়া যায়। এই গাছে ফুল থেকে ফল হয়, ফলের আকার দেখতে শজিনার আকৃতির। তবে শজিনার গায়ের চামড়াতে ঢেউ তোলা সোনালু ফলে তা নেই, চামড়াও মসৃণ। ফল লম্বায় প্রায় এক ফুট, রং প্রথমে সবুজ ও ফল পরিপক্ব হলে কালচে খয়েরি রং ধারণ করে। ফলে বীজ হয়, ফলের বীজ হতে বংশবিস্তার ঘটে। এই গাছের ভেষজ গুণে উদোরি রোগ, ক্ষার মেহ, কিছু খেতে ভালো লাগে না, অরুচি, যক্ষ্মা রোগীর কোষ্ঠবদ্ধতা, কুষ্ঠের ক্ষত, ফিস্টুলা বা ভগন্দরসহ বিভিন্ন রোগে উপকার হয় বলে জনশ্রুতি রয়েছে। বাংলা একাডেমির সহকারী সম্পাদক এবং পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের ইনচার্জ কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, গ্রীষ্মের পরিচিত তিন ফুল-কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু। সোনালু বা বানরলাঠির ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পরবর্তীতে মেরুন রং ধারণ করে। এটি মানবদেহের অনেক উপকারে লাগে। একসময় রাস্তার দুই পাশে এই গাছ দেখা গেলেও এখন আর আগের মতো নেই।

সর্বশেষ খবর