শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

সিঙ্গাপুরে ২০ বছরের মধ্যে প্রথম কোনো নারীর মৃত্যুদন্ড

প্রতিদিন ডেস্ক

সিঙ্গাপুরে ২০ বছরের মধ্যে প্রথম মাদক মামলায় কোনো নারীর মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। ওই নারীর নাম সারিদেউই জামানি, বয়স ৪৫ বছর। গতকাল এই নারীর মৃত্যুদন্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার গ্রুপ ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ (টিজেসি)। সূত্র : বিবিসি, রয়টার্স।

মাত্র ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে জামানিকে ২০১৮ সালে দোষীসাব্যস্ত করে মৃত্যুদন্ড দেন আদালত। বিশ্বের যে কয়টি দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি আছে, সিঙ্গাপুর তার অন্যতম। দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন এবং ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদন্ডের সাজা হতে পারে। বুধবার দেশটির আরেক নাগরিক মো. আজিজ বিন হুসাইনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ২০২২ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত সিঙ্গাপুরে মাদক মামলায় দোষীসাব্যস্ত হওয়া ১৫ জনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। গত এপ্রিলে তাঙ্গারাজু সুপিয়াহ নামে দেশটির আরেক নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর হয়। এক কেজি গাঁজা পাচারের অভিযোগে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সর্বশেষ খবর