সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সব বিষয়ে পরীক্ষা নেওয়ায় এমন ফল

মাহবুবুর রহমান মোল্লা

সব বিষয়ে পরীক্ষা নেওয়ায় এমন ফল

রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা বলেছেন, ২০২৩ সালের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হলেও পূর্ণ নম্বরে এবং সব বিষয়ে হয়েছে। বেশি বিষয়ে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের ফল কিছুটা খারাপ হয়েছে। এ ছাড়া এই পরীক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে জেএসসিতে অটোপাস দেওয়া হয়েছিল। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ মাহবুবুর বলেন, বন্যা আর করোনার প্রভাব পড়েছে এসএসসির এ ফলাফলে। সব মিলিয়ে চলতি বছর পরীক্ষার ফলাফলে পাস ও জিপিএ-৫ প্রাপ্তি কমেছে। গত বছর এসএসসিতে মেয়েদের থেকে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও এবারে ছেলেদের চেয়ে আধিক্য ছিল মেয়েদের। করোনার প্রভাবে অনেক ছাত্র শিক্ষাজীবন থেকে ঝরে গিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করেছে বলে ধরে নেওয়া যায়। এই অধ্যক্ষ বলেন, ছাত্রছাত্রীদের শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেদের। আর এসএসসির ফলাফল যা হয়েছে সেটি নিয়েই আগামীতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় আরও ভালো করতে হবে। জিপিএ-৫ না পেলেই ভেঙে পড়া যাবে না। মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা গড়ে তোলার বিষয়টি গুরুত্বপূর্ণ। একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, সমাজ গঠনে অবদান রাখতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের বেশি মনোযোগী হতে হবে।

 

সর্বশেষ খবর