সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রাতিষ্ঠানিকভাবে বিচ্ছিন্নতা ছিল

ফাওজিয়া রাশেদী

প্রাতিষ্ঠানিকভাবে বিচ্ছিন্নতা ছিল

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বলেছেন, ছাত্রছাত্রীরা করোনার বৈশ্বিক সমস্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা গত দুই বছর বাসায় ছিল। শ্রেণিকক্ষে ক্লাস হয়নি তাদের। অনলাইনে ক্লাস হলেও তাদের প্রস্তুতি সেভাবে হয়নি, ক্লাসেও সেভাবে অংশ নিতে পারেনি। তারা পড়ালেখা থেকে প্রাতিষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ অধ্যক্ষ বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার ভিত্তিটাই ভালোভাবে হয়নি। এভাবেই তাদের পরীক্ষায় বসতে হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের পড়ালেখার ঘাটতিটা পূরণ করতে। কারণ করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস না হওয়ায় বাচ্চাদের লেখাপড়ার ভিত্তিটা নষ্ট হয়ে গেছে। পড়াশোনা নিয়ে তাদের গাফিলতি চলে এসেছে। অনেকে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল করোনার সময়। সবগুলো বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তারা সেভাবে সময় পায়নি। সব মিলিয়ে পুরো শিক্ষাব্যবস্থার ওপর করোনার কারণে একটি নেতিবাচক প্রভাব পড়েছিল। আমরা শিক্ষার্থীদের ক্ষতি পুনরুদ্ধার করার চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, এ ক্ষেত্রে শিক্ষার্থীদের যেমন পাঠে মনোযোগী হতে হবে, তেমনি গুরুদায়িত্ব পালন করতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

 

সর্বশেষ খবর