সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে বোমা হামলায় নিহত বেড়ে ৩৯

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি কট্টর ইসলামপন্থি রাজনৈতিক দলের সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯-এ পৌঁছেছে। আহতের সংখ্যা শতাধিক। সূত্র : এএফপি, রয়টার্স।

প্রদেশটির পুলিশ বিভাগের পরিদর্শক জেনারেল আখতার হায়াত ঘটনার পরপরই গণমাধ্যমকে বলেন, ‘সমাবেশে ওই রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল। তবে, তিনি সমাবেশস্থলে পৌঁছানোর আগেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।’ আখতার হায়াত আরও জানান, এ বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জমিয়ত উলেমা-ই-ইসলাম নামের ওই রাজনৈতিক দলটির সম্মেলন হচ্ছিল আফগানিস্তানের সঙ্গে সীমান্তঘেঁষা খার নামের একটি শহরে। এদিকে পরবর্তী খবরে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় ১২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। এ প্রসঙ্গে খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেন, ‘হাসপাতালে ৩৯ জনের মৃত্যুর বিষয়ে আমি নিশ্চিত। এ ছাড়া আহত অবস্থায় সেখানে আরও ১২৩ জন রয়েছেন, যাদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।’ কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান জানান, বিস্ফোরণে দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ঘটনাস্থল থেকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় স্থানীয় একজন সাংবাদিকও আহত হয়েছেন। বিস্ফোরণের পর দলটির নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের গণমাধমকে জানান, এ সম্মেলনে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’ এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।

সর্বশেষ খবর