সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজার স্থিতিশীল ফান্ডে এখন ১ হাজার ২৭০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার স্থিতিশীল ফান্ডের পরিমাণ এখন ১ হাজার ২৭০ কোটি টাকা। বাজারে অবণ্ঠিত লভ্যাংশ থেকে গঠিত এই ফান্ড বিনিয়োগ করা হয়েছে। তালিকাভুক্ত যেসব কোম্পানি গত ৩০ জুনের মধ্যে অবণ্ঠিত লভ্যাংশ পুঁজিবাজার স্থিতিশীল তহবিল বা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) জমা দেয়নি তাদের অতিরিক্ত ২ শতাংশ সারচার্জ দিতে হবে বলে জানিয়েছেন সিএমএসএফ  চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান। গতকাল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্টনে সিএমজেএফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু আলী। নজিবুর রহমান বলেন, প্রায় ১ হাজার ২৭০ কোটি টাকার মতো আমাদের তহবিল। এরমধ্যে নগদ প্রায় ৫৬০ কোটি টাকা এবং যে শেয়ার আছে তার বাজারমূল্য প্রায় ৭১০ কোটি টাকা। আইসিবিকে আমরা এফডিআর ফরমেটে দিয়েছি। এফডিআরের জন্য যে ইন্টারেস্ট, আইসিবি সেটা দেবে। আমাদের বোর্ড মনে করে প্রথম দায়িত্ব হচ্ছে তহবিল সুরক্ষা করা। নজিবুর রহমান বলেন, সিএমএসএফের বর্তমান যে আইনি কাঠামো আছে, তার আলোকে আমরা কাজ করছি। সেই কাজে কেউ বাধা দিচ্ছে না। সবাই বলছেন- এই ফান্ডটা খুবই দরকার। বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির মধ্যে নিয়মিতভাবে আলাপ-আলোচনা হচ্ছে, পুরো পুঁজিবাজারের মঙ্গলের জন্য। নতুন গভর্নর দায়িত্ব  নেওয়ার পর তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে আমরা অনুপ্রাণিত হচ্ছি। আলাপ-আলোচনার মাধ্যমে সবকিছু হবে।

 

সর্বশেষ খবর