বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
১৪ দলের সমাবেশে আমু

দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, গণতন্ত্র ও নির্বাচনের নামে বিভিন্ন ধুয়া তুলে এ দেশের নির্বাচনী গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চক্রান্ত চলছে। তিনি বলেন, ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে বিএনপি বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। কিন্তু আমরা তাদের বলে দিতে চাই, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে অসাংবিধানিক ধারা ও পন্থা এ দেশে চলবে না। গতকাল বিকালে রাজধানীর শাহবাগে ‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে নয়, বরং তাদের জিম্মি করে ক্ষমতায় আসতে চায়। এ জন্য তারা তাদের বন্ধু নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর নির্ভর করছে। সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ-এর সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদ- এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস কে শিকদার, তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টি-জেপির আবুল খায়ের সিদ্দিকী আবু, ছাত্রনেতা শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

সর্বশেষ খবর