বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকার স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মালিকপক্ষের কাছে জুন, জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতন-ভাতা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন ও ৮ আগস্ট ঈদ বোনাস পরিশোধ করার কথা। পাওনা পরিশোধ না করে মালিকপক্ষ কারখানাটি ছয় দিনের বন্ধের নোটিস টাঙিয়ে দেয়। গতকাল সকালে কাজে যোগ দিতে এলে শ্রমিকরা বন্ধের নোটিস দেখে উত্তেজিত হয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে অবস্থান নেয়। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের জন্য মালিকপক্ষের সঙ্গে কথা বলেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বেতন-ভাতাদি পরিশোধের বিষয় নিয়ে আলোচনার আশ্বাস পেয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। মালিকপক্ষ জানিয়েছেন, বেতনের টাকা যথাসময়ে সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় কারখানা ছয় দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর