শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মশা মারতে এবার বিটিআই

নিজস্ব প্রতিবেদক

মশক নিধনে প্রথমবারের মতো বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) নামক কীটনাশক প্রয়োগ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ডিএনসিসির সব কাউন্সিলর ও কর্মকর্তা। বিটিআইর কার্যকারিতা সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, বিটিআই একটি জৈবিক বা মাটিতে পাওয়া প্রাকৃতিকভাবে সৃষ্ট ব্যাকটেরিয়া। এতে এক ধরনের স্পোর রয়েছে, যা বিষাক্ত পদার্থ তৈরি করে। এটা মশা, ব্ল্যাকফ্লাই ও ছত্রাকের লার্ভাকে মারতে পারে। মশার লার্ভা নিয়ন্ত্রণের জন্য আবাসিক, বাণিজ্যিক ও কৃষি সেটিংসে বিটিআই ব্যবহারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অনুমোদিত। কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষাক্ত টক্সিনের বিষক্রিয়ায় মশার মিড-গাটের এপিথেলিয়াল কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়। তিনি আরও বলেন, মানুষ, পরিবেশ এবং পরিবেশের অন্যান্য পতঙ্গের ওপর কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না এ নিয়ে পৃথিবীতে বিস্তর গবেষণা হয়েছে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটির ক্ষতিকর প্রভাব অন্যান্য কীটনাশকের তুলনায় খুবই কম। বিভিন্ন গবেষণার ওপর ভিত্তি করে আমেরিকার ইনভারমেন্টাল প্রটেকশন এজেন্সি উপসংহারে পৌঁছেছে যে বিটিআই মানুষের জন্য ঝুঁকি তৈরি করে না। অনেকের মনেই প্রশ্ন আছে, বিটিআই ব্যবহারের পর এটির বিরুদ্ধেও মশা প্রতিরোধে ব্যবস্থা গড়ে তুলবে কি না। বিভিন্ন দেশের গবেষণা প্রবন্ধে দেখা যায়, বিটিআইর বিরুদ্ধে মশার লার্ভার কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার পর্যাপ্ত প্রমাণ নেই। বিটিআই প্রয়োগের জন্য কোনো বিশেষ সতর্কতার প্রয়োজন নেই। এটি ব্যবহার করা সহজ এবং নিরাপদ বলে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকরা মত দিয়েছেন। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘সব প্রক্রিয়া শেষ করে সিঙ্গাপুর থেকে মশার লার্ভা ধ্বংসকারী জৈব কীটনাশক বিটিআই আনতে সক্ষম হয়েছি। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সঙ্গে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিমের শুক্র ও শনিবার কনফারেন্স হবে। আমাদের কর্মকর্তারা বিশেষজ্ঞ টিমের কাছ থেকে জানবে বিটিআই কীটনাশকটি কীভাবে মিক্সিং হবে, কীভাবে ও কোথায় ব্যবহার হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী রবিবার থেকে কীটনাশক বিটিআই প্রয়োগ করা হবে।’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে প্রধান কাজ হচ্ছে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।’

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর