রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অলৌকিক বেঁচে গেলেন চারজন!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অলৌকিক বেঁচে গেলেন চারজন!

প্রায় ৪০ টন ওজনের কাভার্ড ভ্যানে চাপা পড়েও গুরুতর হতাহত ছাড়াই অলৌকিকভাবে বেঁচে গেলেন চারজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে চলন্ত কাভার্ড ভ্যান উল্টে একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা শিশুসহ চার যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন।

গতকাল সকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া চার যাত্রী হলেন- ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মুছা আহম্মেদ, আবু বক্কর এবং আদিবা হোসেন ও আদিলা হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ একটি কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে। এ সময় ভিতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে চালকসহ চারজনকে উদ্ধার করে। তারা সামান্য আহত হয়েছেন। চালককে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরিটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর