বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বোকা বানাতেই সাইবার নিরাপত্তা আইন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে বোকা বানাতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করছে। এটি শুধু নাম পরিবর্তন করে আরেকটি নিবর্তনমূলক আইন প্রণয়নের নামান্তর। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি যেন নির্বাচন করতে না পারে তার সব রকমের ব্যবস্থা করছে সরকার। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক মহলের চাপ থাকায় দ্বাদশ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ভদ্র সাজার চেষ্টা করছে। তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন গণতন্ত্রের জন্য কালো আইন, গণমাধ্যমের স্বাধীনতার বিরোধী আইন। এ ডিজিটাল সিকিউরিটি আইন পুরোপুরি বাতিল করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের আগে অংশীজনদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আলোচনা করে আইন প্রণয়ন করবে, এটা আওয়ামী লীগের কাছ থেকে আশা করি না। আওয়ামী লীগের চরিত্র আমরা জানি। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে নতুন আইন করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি যেন নির্বাচন করতে না পারে তার সব রকমের ব্যবস্থা সরকার করছে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার এবং দল হিসেবে বিএনপির যেসব অধিকার রয়েছে, তা থেকে বিরত রাখার চেষ্টা করছে সরকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আগামী নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করতে রাষ্ট্রকে ব্যবহার করছে। দলের নেতা-কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতের বিচারকরাও এখন অসহায়। দুই বিচারক নিজেরাই বলেছেন তারা কতটা অসহায়। তাদের কথা কেউ শোনে না। তারা আদেশ দেন, গ্রেফতার করা যাবে না। কিন্তু গ্রেফতার তো করেই, আবার রিমান্ডেও পাঠায়।

খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের সাক্ষাৎ : গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা, খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি জুলিয়ান গমেজ, সহসভাপতি সনি জেভিয়ার কস্তা, সাধারণ সম্পাদক জুয়েল আন্তনি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাসং চিরান, সাংগঠনিক সম্পাদক মানিক রোজারিও প্রমুখ।

 

 

সর্বশেষ খবর