বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

খোলা সয়াবিন বিক্রির সময় বাড়ল ছয় মাস

নিজস্ব প্রতিবেদক

প্যাকেটজাত ভোজ্য তেল প্রস্তুতকারী কোম্পানিগুলো বাজারের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ দিতে এখনো প্রস্তুত হতে পারেনি। এ কারণে খোলা সয়াবিন তেল বিক্রির সময় আরও ছয় মাস বাড়ানো হয়েছে। গতকাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। অধিদফতরের সঙ্গে ডিবেট ফর ডেমোক্রেসির এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন। ভোক্তার মহাপরিচালক বলেন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সময়সীমা ছয় মাস বর্ধিত করার আবেদন করা হয়েছে। এক্ষেত্রে মিলগুলো কোন মাসে কতটুকু বাস্তবায়ন করবে তার একটি কর্মপরিকল্পনা অধিদফতরে দাখিল করা প্রয়োজন।

ভোক্তা-অধিকার সংরক্ষণের প্রধান বলেন, নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে খোলা তেল বাদ দিয়ে প্যাকেটজাত তেল ব্যবহারের ক্ষেত্রে কিছুটা মূল্যবৃদ্ধি পেলেও স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় খোলা সয়াবিন তেল পরিহার করা উচিত। খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে সবাইকে সমন্বিত হয়ে কাজ করতে হবে। এ জন্য আমরা সচেতনতা সৃষ্টির পাশাপাশি খোলা সয়াবিন তেল বন্ধে কাজ করতে চাই। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অবৈধ মজুদদার, কালোবাজারিসহ অনৈতিক সিন্ডিকেট এর বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যে সাহসী ভূমিকা রাখছে তা অব্যাহত রাখতে হবে।

 

সর্বশেষ খবর