বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কাল ঢাকায় বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কাল শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে গণমিছিল করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর ঢাকা উত্তর ও দক্ষিণে পৃথকভাবে এই গণমিছিল করবেন নেতা-কর্মীরা। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির পর বিএনপি এই গণমিছিলের নতুন কর্মসূচি দিল। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোও এক দফার আন্দোলনের এই নতুন কর্মসূচি অনুযায়ী শুক্রবার ঢাকায় গণমিছিল করবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। সহিংসতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বাধা দেওয়ার চেষ্টা করছে। আশা করি আগামীকালের এই কর্মসূচিতে সরকার কোনো বাধা দিবে না। তিনি বলেন, গত ২৮ জুলাই সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করেছে। এরপর ২৯ জুলাই নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতা-কর্মীদের ওপর হামলা করে আহত করেছে। সরকার বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালালেও এ আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর