বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সোয়া ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা নাকাল মানুষ

নিজস্ব প্রতিবেদক

দিনভর শুকনো আবহাওয়ার পর গতকাল বিকালে সোয়া এক ঘণ্টার বৃষ্টিতে ডুবে যায় ঢাকা। তলিয়ে যায় রাস্তাঘাট। সেই পানি নামতে গড়িয়ে যায় সন্ধ্যা। এতে বিপাকে পড়েন কর্মস্থল থেকে ঘরমুখী নগরবাসী। কমে যায় গণপরিবহন। অনেক সিএনজি অটোরিকশা রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায়। দ্বিগুণ হয়ে যায় রিকশা ভাড়া। বৃষ্টি না থাকলেও রাজধানীর নিচু এলাকাগুলোর রাস্তাঘাট রাতেও ছিল পানির নিচে।

শনিবার থেকে প্রতিদিনই কমবেশি বৃষ্টির দেখা পাচ্ছে রাজধানীবাসী। বৃষ্টিভেজা দিনে অনেক ঘরে খিচুড়ির আয়োজনের ছবি ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাপমাত্রা কমায় জনমনে কিছুটা স্বস্তিও দেখা দেয়। তবে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। বৃষ্টিতে ছাতা বা রেইনকোট নিয়ে বের হলেও ডুবন্ত সড়ক দিয়ে চলাচল করা ছিল দুষ্কর। দখল-দূষণে রাজধানীর খালগুলোর পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছরই বর্ষায় ডুবছে এ নগর। দুই সিটি করপোরেশন খালগুলো পুনরুদ্ধার ও খননে একাধিকবার উদ্যোগ নিলেও কাক্সিক্ষত সফলতা আসেনি আজও। এদিকে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে আজও ডুবতে পারে ঢাকা। গতকাল সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল পরিষ্কার। দুপুরের পর আকাশ মেঘলা হয়ে আসে। বিকাল ৪টা নাগাদ শুরু হয় হালকা বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির ধারা। বিকাল সোয়া ৫টা নাগাদ বৃষ্টি কমে আসে। তবে সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যায় যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বাড্ডা, রামপুরা, বাংলামোটর, শাহবাগ, ধানমন্ডি, মগবাজার, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, বেইলি রোড, পল্টন, মিরপুরসহ ঢাকার অনেক এলাকা।

সর্বশেষ খবর