শিরোনাম
শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে ১১৩ মৃত্যু ১০ দিনে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে ১১৩ মৃত্যু ১০ দিনে

দেশে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাবের ইতিহাসে এ বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৩৬৪ জন। আগস্টের ১০ দিনেই মারা গেছেন ১১৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ২৮ জন। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫৯ জন, মারা গেছেন ১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গতকাল আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৬২ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৪৬০ এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৫ হাজার ৩৩০ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭৮ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩৮ হাজার ১১৭ জন। আক্রান্তের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ১৬৮ এবং ঢাকার বাইরে ৩২ হাজার ৭০৬ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪২০ আর বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪০ জন।

ডেঙ্গুতে ঢাকায় মারা গেছেন ২৮৩ আর ঢাকার বাইরে ৮১ জন। মহানগর বাদে ঢাকা বিভাগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬২৫, ময়মনসিংহ বিভাগে ৩০২, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১০৩, খুলনা বিভাগে ৫২৩, রাজশাহী বিভাগে ৩৬৫, রংপুর বিভাগে ২০৭, বরিশাল বিভাগে ১ হাজার ৪৪ ও সিলেট বিভাগে ১৬১ জন। ঢাকার বাইরে আক্রান্ত ও মৃতের তথ্য জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা-

নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়েছে।

গতকাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে বুধবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জেলার গৌরনদী উপজেলার রাশিদা বেগম (৫০)। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১১, ভোলায় তিন, পিরোজপুরে এক ও বরগুনায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, এক সপ্তাহ ধরে নেত্রকোনা জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১০ উপজেলায় এ পর্যন্ত শুধু সরকারিভাবে মোট ১৯৩ জন ডেঙ্গু রোগী ধরা পড়েছে। গতকাল আটজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আধুনিক জেলা সদর হাসপাতালেই চারজন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৭ জন। বেশির ভাগ রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসছেন। পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ২৭ জন বাড়ি গেলেও তিনজন বর্তমানে ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় শহীদ মিনারের সামনে ডেঙ্গু প্রতিরোধে ও নিয়ন্ত্রণে জেলায় সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এতে জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও সিভিল সার্জন ডা. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৩৩ জন দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের বেশির ভাগই ঢাকাফেরত। রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতালে নতুন আরেকটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শহরে কোনো কর্মসূচি নেই। জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। তাই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ওয়ার্ডের মেঝে ও করিডোরের ওয়াকওয়েতে শয্যা দিয়েও রোগীর চিকিৎসা চলছে। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গতকাল আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন। জানা যায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১ হাজার ৭৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৪ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর