শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
বাড়ছে রপ্তানি

দেশে ১৪ হাজার কোটি টাকার আমের বাজার

রাশেদ হোসাইন

দেশে ১৪ হাজার কোটি টাকার আমের বাজার

দেশে আমের উৎপাদন প্রতিবছর বাড়ছে। মূলত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সাতক্ষীরাসহ পার্বত্য চট্টগ্রামে মোটাদাগে আম উৎপাদন হয়। এ ছাড়া নতুন নতুন এলাকা আম উৎপাদনের আওতায় আসছে। উৎপাদনের সঙ্গে বেড়েছে আমের বাজার। দেশে প্রায় ১৪ হাজার কোটি টাকার আমের বাজার রয়েছে। এই সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের গণ্ডি ছেড়ে বিদেশেও আম রপ্তানির পরিমাণ বাড়ছে। রপ্তানি হিসেবে গত বছরের তুলনায় ১ হাজার টন বৃদ্ধি পেয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, দেশে আমের উৎপাদন ২৪ লাখ টনের মতো। প্রতিবছর প্রায় ১৪ হাজার কোটি টাকার আমের বাণিজ্য হয়। আম উৎপাদন থেকে শুরু করে বিপণন, মোড়কীকরণ ও পরিবহন মিলিয়ে এ বিশাল বাজার গড়ে উঠেছে। প্রতিবছর এপ্রিলে কাঁচা আম বাজারে আসা থেকে শুরু হয় এ বাণিজ্য। চলে সেপ্টেম্বরে আশ্বিনা আম বিপণন শেষ হওয়া পর্যন্ত। আম পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং উৎপাদন পর্যায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার না করায় আমের ২৫-৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, দেশে ২০১৮-১৯ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২২ লাখ ২৯ টন, রপ্তানি হয়েছিল ৩১০ টন। ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২৪ লাখ ৬৮ টন, রপ্তানি হয়েছিল ২৮৩ টন। ২০২০-২১ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২৫ লাখ টন, রপ্তানি হয়েছিল ৭৯১ টন। ২০২১-২২ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২৩ লাখ ৫০ টন, রপ্তানি হয়েছিল ১ হাজার ৭৫৭ টন। ২২-২৩ অর্থবছর এখন পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার টন বেশি। গত অর্থবছরে সারা দেশে আড়াই লাখ হেক্টর জমিতে প্রায় সাড়ে ২৪ লাখ টন আম উৎপাদন হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বিশ্বে আমের বাজার প্রায় ৫৭.৩৩ বিলিয়ন ডলার, বাংলাদেশে বাজারের আকার ১৩-১৪ হাজার কোটি টাকা। এই শিল্পের সঙ্গে আম উৎপাদনকারী, বাজারজাতকরণে পরিবহন, কুরিয়ার সাভিস, কার্গো ব্যবস্থাপনা, বালাইনাশক ব্যবসায়ী, আম রপ্তানিকারক, কৃষি শ্রমিকসহ মৌসুমি শিক্ষিত জনগোষ্ঠী অনলাইনের মাধ্যমে জড়িত রয়েছে। কৃষি মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে বাংলাদেশের আমের চাহিদা থাকলেও উত্তম কৃষি চর্চাসহ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড মেনে আম উৎপাদন ও প্যাকেজিং না হওয়ায় রপ্তানির পরিমাণ কম। এ জন্য রপ্তানি বৃদ্ধি করতে কৃষি মন্ত্রণালয় রপ্তানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। মন্ত্রণালয় জানায়, আমের উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর আম রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। গত বছর ২৮টি দেশে আম রপ্তানি হয়েছিল, এ বছর ৩৪টি দেশে আম রপ্তানি হয়েছে। আমের উৎপাদন বাড়লেও বাংলাদেশ আম রপ্তানিকারক দেশের শীর্ষ তালিকায় নেই। ফলবাজার নিয়ে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক পর্যালোচনা প্রতিবেদন বলছে, সবচেয়ে বেশি আম রপ্তানিকারক দেশের মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর