শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে যুবলীগের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নিবন্ধন বাতিল এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চায় যুবলীগ। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। গতকাল সচিবালয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসি সচিবের কাছে স্মারকলিপি দেয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। স্মারকলিপিতে যুবলীগ চারটি দাবি জানায়। দাবিগুলো হলো- জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ও বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, তা জনসাধারণের কাছে পরিষ্কার। তারাই বন্দুকের নল উঁচু করে দল গঠন করেছে। এ দল বাংলাদেশের জনগণের ওপর ১৯৭৫ পরবর্তী যে নির্যাতন করেছে, একাত্তরের আদলে তারা যেভাবে সন্ত্রাস, নির্যাতন খুন, রাহাজানি করেছে, আমরা নৈতিকভাবে মনে করি বিএনপি-জামায়াতের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। দ্বিতীয়ত, আমরা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই। স্মারকলিপি গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া দরকার, সেটা আমরা নেব। দুপুরে মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি দেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। আন্তর্জাতিক মহলও বিএনপিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। তিনি বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছেন। তারই উত্তরসূরি তারেক রহমান ও তার মায়ের (খালেদা জিয়া) নেতৃত্বে যে সংগঠন পরিচালিত হচ্ছে বাংলাদেশে হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে। জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাই আমরা।

 

সর্বশেষ খবর