শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
লোকসভায় বাগযুদ্ধ

বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

প্রতিদিন ডেস্ক

বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে আনা আলোচিত অনাস্থা প্রস্তাব লোকসভায় খারিজ হয়ে গেছে। গতকাল এ বিষয়ে ভোটাভুটিতে অনাস্থার বিপক্ষেই ভোট বেশি পড়ে। বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় এমনটাই প্রত্যাশিত ছিল।

লোকসভার স্পিকার ওম বিড়লা ভোটের পরে জানান, বিজেপির বড় সংখ্যাগরিষ্ঠতার কারণে অনাস্থা প্রস্তাবের বিপক্ষেই ভোট পড়েছে বেশি। গতকাল বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর জবাবি বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সরকারের মন্ত্রীরা আগের মেয়াদের কংগ্রেস নেতৃত্বাধীন জোটের শাসনের তীব্র সমালোচনা করেন। রাহুল গান্ধী বুধবার লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেছিলেন, লঙ্কা ধ্বংস হয়েছিল রাবণের কারণে নয়, রাবণের অহংকারের কারণে। রাবণের মতো অহংকার নরেন্দ্র মোদির। এই মন্তব্যের জের টেনে কংগ্রেসকে তুলাধুনা করেন মোদি। গতকাল জবাবি ভাষণে তিনি বলেন, ঠিকই বলা হয়েছে, লঙ্কাকে রাবণের অহংকারই ডুবিয়েছিল। যেভাবে কংগ্রেসকে ডুবিয়েছিল ওদের অহংকার। ২৬টি বিরোধী দল নিয়ে গঠিত ‘ইন্ডিয়া’ জোট দিয়ে কটাক্ষ করে নরেন্দ্র মোদি বলেন, এই বিরোধী জোটের সবাই প্রধানমন্ত্রী হতে চান। বিরোধীরা ক্ষমতার জন্য ক্ষুধার্ত। একেক রাজ্যে এরা নিজেরাই একে অন্যের বিরোধী। অথচ কেন্দ্রে এরাই একে অন্যের হাত ধরে সরকারের বিরোধিতা করছে। অনাস্থা প্রস্তাবের ওপর গতকালের বিতর্কে থেকে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বিতর্কে অংশ নেন- নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অর্থমন্ত্রী নির্মলা সীতা রমন, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র প্রমুখ।

সর্বশেষ খবর