শিরোনাম
শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সমন্বয়ের দায়িত্ব নিতে হবে একজন মন্ত্রীকে

প্রকৌশলী নূরুল হুদা

সমন্বয়ের দায়িত্ব নিতে হবে একজন মন্ত্রীকে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুল হুদা বলেছেন, বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে বৃষ্টি হলে যে জলাবদ্ধতা হবে এটা অস্বাভাবিক। এসব সমস্যা সমাধানে দরকার সঠিক ব্যবস্থাপনা। এটি করতে হলে দরকার সংস্থাগুলোর মধ্যে সমন্বয়। এই সমন্বয় করবে কে? এর জন্য দরকার স্থানীয় সরকার মন্ত্রী বা যে কোনো একজন মন্ত্রীকে দায়িত্ব নেওয়া। যিনি রাজধানীতে যে কোনো সমস্যা তৈরি হলে সংস্থাগুলোর সঙ্গে বসে সমাধান করবেন। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নূরুল হুদা বলেন, জলাবদ্ধতা নিরসনে দরকার ড্রেনেজ ব্যবস্থাপনা। বর্ষা মৌসুমের আগে সিটি করপোরেশনের উচিত ছিল ড্রেন, নালা ও নর্দমাগুলো পরিষ্কার রাখা। সিটি করপোরেশনের দায়িত্ব হচ্ছে খাল, নর্দমা ও বক্স কালভার্ট ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র বিভাগ তৈরি করা। সেখানে খাল বিষয়ে কারিগরি জনবলের সেটআপ থাকবে। তারা খালগুলো ব্যবস্থাপনা করবে।

সর্বশেষ খবর