শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নগরীতে বাড়াতে হবে জলাধার

আবু নাসের

নগরীতে বাড়াতে হবে জলাধার

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেছেন, রাজধানীতে আগে বৃষ্টি হলে পানি ড্রেনে বা যে করে হোক নিম্নাঞ্চলে চলে যেত। এখন এসব নিম্নাঞ্চল ভরাট করে ভবন নির্মাণ হয়ে গেছে। একই সঙ্গে জলাধার ভরাট ও খাল দখল হয়ে যাওয়া। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এর থেকে উত্তরণ করতে হলে রাজধানীর খালগুলো উদ্ধার ও জলাধার বাড়াতে হবে। সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনাও করতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আবু নাসের বলেন, জলাবদ্ধতা নিরসন করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এর মধ্যে থাকবে খাল উদ্ধার, জলাধার তৈরি এবং ড্রেনেজ পরিকল্পনা। রাজধানীতে দুই সিটি করপোরেশনের ড্রেনেজ লাইন আরও বাড়াতে হবে। যেন বৃষ্টি হলে দ্রুত পানি সরে যেতে পারে। ড্রেনে পানি যাওয়ার মুখগুলো যেন সব সময় পরিষ্কার থাকে তারও সিটি করপোরেশনের তদারকি করতে হবে। তাহলে জলজট থেকে মুক্তি মিলবে। জলাবদ্ধতা নিরসনে যত্রতত্র বর্জ্য না ফেলতে নগরবাসীকেও আরও সচেতন হতে বললেন তিনি।

সর্বশেষ খবর