শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খাল দখলমুক্ত করে টেকসই সংরক্ষণ

ড. আকতার মাহমুদ

খাল দখলমুক্ত করে টেকসই সংরক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেছেন, দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো ও পরিকল্পনা বাস্তবায়নের অভাবে নগরগুলোতে জলাবদ্ধতা নিয়মিত ঘটনা। এর থেকে বাঁচতে হলে ঢাকা শহরের খালগুলো দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে খালগুলোকে টেকসইভাবে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া রাজধানীতে যে জলাধারগুলো রয়েছে সেগুলোকেও সংরক্ষণ করতে হবে। তাহলেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আকতার মাহমুদ বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনের প্রথম শর্ত হলো, রাস্তার পাশের ড্রেন থেকে শুরু করে একেবারে নদী পর্যন্ত পুরো পথ প্রয়োজনমতো প্রশস্ত ও গভীর হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পানির পথ নিরবচ্ছিন্নভাবে নির্বিঘ্ন হতে হবে। পানি চলাচল নিয়ন্ত্রণে যেখানে স্লুইস গেট আছে, তার নিয়মিত রক্ষণাবেক্ষণ, সময়মতো খোলা ও বন্ধ করা। যেসব স্থানে পাম্প স্টেশন আছে, সেখানে জলাধার সৃষ্টি করা এবং উপযুক্ত সময়ে সঠিক সক্ষমতায় পাম্প চালানো। তিনি বলেন, খাল পুনরুদ্ধার ও সংরক্ষণের লক্ষ্যে ঢাকা শহরের সিএস/আরএস/এসএ ম্যাপ অনুযায়ী সব খালের সীমানা চিহ্নিত করা এবং সব দখলকারীকে উচ্ছেদ করে খালের দুই পাড় বাঁধাই করতে হবে এবং দুই পাশে হাঁটার মতো রাস্তা করে দিতে হবে। খালকে মানুষের নিয়মিত চোখের সামনে রাখার ব্যবস্থা করতে হবে, যাতে পরবর্তী সময়ে আবার নতুন করে খাল দখল হওয়ার সুযোগ তৈরি না হয়। কাজটি টেকসই করার লক্ষ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ জনগণকে সম্পৃক্ত করতে হবে।

সর্বশেষ খবর