শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গভীর রাতে যাত্রীবাহী ট্রেনে পাথর ছুড়ে ডাকাতি

মেঝেতে শুয়ে রক্ষা যাত্রীদের, আটক ৯

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গভীর রাতে যাত্রীবাহী ট্রেনে পাথর ছুড়ে ডাকাতি

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ট্রেনে পাথর ছুড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেন রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় থামলে এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বাইরে থেকে পাথর ছুড়তে থাকে ডাকাতরা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারও কারও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। ট্রেনটির কয়েক যাত্রী সাংবাদিকদের জানান, কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং একপর্যায়ে থেমে যায়। এ ঘটনার ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে ট্রেনে জানালা দিয়ে একের পর এক ছোড়া পাথর আসতে থাকে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বগিতে। যাত্রীরা দ্রুত ট্রেনের জানালা বন্ধ করে দেন। তারপরও একের পর এক পাথর আসতে থাকে। একপর্যায়ে যাত্রীদের কেউ কেউ পাথরের আঘাত থেকে বাঁচতে ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন।

ভিডিওটিতে এক যাত্রী বলেন, ট্রেনটি এসে থামে টঙ্গী রেলওয়ে জংশনে। প্রাকৃতিক কাজ করার জন্য এক যাত্রী বগি থেকে নামেন। এ সময় হঠাৎ পাশের জঙ্গল থেকে তিনজন বেরিয়ে এসে চাকু ধরে ট্রেন থেকে নামা ওই যাত্রীর মুঠোফোন ছিনিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের যাত্রীদের উদ্দেশ করে পাথর ছুড়তে থাকে ডাকাতরা। ট্রেনের এক টিটিকেও মারধর ও চাকু দিয়ে আঘাত করা হয়। অনেকের মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পাথরের আঘাতে অনেকের মাথা ফেটে যায়। ট্রেনের এক টিটি বলেন, আমি তখন ট্রেনের দরজার কাছে দাঁড়িয়েছিলাম। এর মধ্যেই হঠাৎ পাথর ছোড়া শুরু হয়। দরজা বন্ধ করে দিই। এর মধ্যে দরজার একটু ফাঁক ছিল। সেই ফাঁক দিকে আমাকে ছুরিকাঘাত করা হয়। ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক ফেরদৌস আহম্মেদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জড়িত নয়জনকে আটক করা হয়েছে। তারা হলো- মেহেদী হাসান জয় (২৬), মো. রনি (৩৫), রবিউল হাসান (৪০), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৫), মো. মাসুম (২৭), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (২৮), মো. আশিক (২২)। আটককৃতরা গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বা ভাড়া থাকেন। জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ের কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রেনটি স্টেশনের বাইরে সিগন্যালে ছিল। পরে আমরা ট্রেনটিতে ছিনতাইকারীরা মুঠোফোন ছিনিয়ে নেওয়া, আর কিছু বগিতে ঢোকার চেষ্টা করার তথ্য জানতে পারি।

তারা একপর্যায়ে বগিতে ঢুকতে না পেরে পাথর নিক্ষেপ করে। ১০ মিনিটের মধ্যেই ট্রেন স্টেশনে নিয়ে আসা হয়।

সর্বশেষ খবর