রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সুতা ভাঁজে সংগ্রামী জীবন

কুমিল্লা প্রতিনিধি

সুতা ভাঁজে সংগ্রামী জীবন

কুমিল্লার হোমনা উপজেলার প্রত্যন্ত এলাকা চান্দেরচর ইউনিয়নের দুই শতাধিক নারী সুতা ভাঁজ করে তাদের সংসার চালানোর চেষ্টা করছেন। উপজেলার শোভারামপুর, বল্লাকান্দি, রামপুর, তালুকনগর ও মাইজচরসহ আশপাশের কয়েকটি গ্রামে এ কর্মযজ্ঞ চলছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, শোভারামপুরের একটি বাড়ির সামনে কয়েকজন নারী সারি বেঁধে চরকায় সুতা ভাঁজ করছেন। তাদের হাত চরকার হাতলে আর চোখ চরকার সুতায়। যত বেশি কাজ তত বেশি টাকা।

এখানকার নারীদের জীবন সংগ্রাম অন্য এলাকা থেকে ভিন্ন। তারা সারা দিন কাজ করে একজনে তিন কেজি সুতা ভাঁজ করতে পারেন। প্রতি কেজিতে পান ৩০ টাকা। সারা দিনে ৯০ টাকা আয় করতে পারেন।

৭০ বছর বয়সী মাজেদা আক্তার জানান, একমাত্র ছেলে মারা গেছে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ঠিকভাবে চোখে দেখেন না। শরীরে শক্তি নেই। তারপরও সুতা ভাঁজের কাজ করেন। এক কেজি সুতা ভাঁজ করে ৩০ টাকা পান। ছেলের বউও কাজ করেন। দুজনের আয়ে সংসার কোনোরকম টেনে নিচ্ছেন। ওই গ্রামের বিধবা আসমা বেগম জানান, দুই মেয়েসহ সুতা ভাঁজের কাজ করে সপ্তাহে ৫০০ টাকা আয় করেন।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, এ নারীদের বিষয়ে খোঁজ নেব। তাদের সহযোগিতার বিষয়ে পরিকল্পনা করব।

সর্বশেষ খবর