রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টির পরও বায়ুদূষণের শীর্ষ দশে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান কিছুটা ভালো থাকার কথা। কিন্তু গত কয়েকদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হলেও বায়ুর মান তেমন উন্নত হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী গতকালও ঢাকার বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’। গতকাল সকাল সোয়া ১০টার দিকে ৩২০ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। অন্যদিকে ১৩৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে ছিল ঢাকা। ১৬৫ স্কোর নিয়ে ২য় স্থানে ছিল সৌদি আরবের রিয়াদ।

সর্বশেষ খবর