সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সাবেক নেতার ওপর হামলা

সিলেটে ৩ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। গতকাল দুপুরে প্রবাল চৌধুরী বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন। আদালতের বিচারক সুমন ভূইয়া কোতোয়ালি থানা পুলিশকে এজাহারটি দ্রুত বিচার আইনে নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় আসামি হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমেদসহ ৫৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে ওই মামলায়। বিষয়টি মামলার বাদী অ্যাডভোকেট প্রবাল চৌধুরী নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের সিলেট মহানগরের দাঁড়িয়াপাড়ার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় আহত হন পূজন। তিনি স্পিøন্টারবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেন। জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালানের সঙ্গে  নেতৃবৃন্দের জড়িত থাকা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন অ্যাডভোকেট পূজন। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। এদিকে প্রবালের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে গত শুক্রবার তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। চার সদস্যের কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর