সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নোঙর প্রতীক বাতিল চায় জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

নতুন নিবন্ধিত রাজনৈতিক দল-বিএনএমের নোঙর প্রতীক বাদ দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটি বলছে, ব্যালট পেপারে নোঙর প্রতীক দেখতে অনেকটা তাদের দলীয় প্রতীক লাঙ্গলের মতোই। তাদের আশঙ্কা, একই ব্যালটে দুটি প্রতীক থাকলে ভোট দেওয়ার সময় মানুষ বিভ্রান্ত হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর চিঠি পৌঁছে দেন। সেখানে বলা হয়, ‘বিএনএমকে নোঙর প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আগেও আওয়ামী লীগের দাবির মুখে নৌকা প্রতীকের মতো দেখতে জাহাজ প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার নজির রয়েছে। এমন পরিস্থিতিতে নোঙর প্রতীক বাদ দিয়ে নতুন দলটিকে আরেকটা প্রতীক দেওয়ার জন্য গেজেট সংশোধনের আহ্বান জানিয়েছেন জাপা মহাসচিব। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমকে নোঙর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপিকে একতারা প্রতীকে নিবন্ধন দিয়েছে।

সর্বশেষ খবর