সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
জি-২০ সম্মেলনে আইনমন্ত্রী

বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে

নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান ঘোষণা করেছে। গতকাল ভারতের কলকাতায় জি-২০ মন্ত্রী পর্যায়ের দুর্নীতিবিরোধী সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে জি-২০ দেশগুলো ছাড়াও আমন্ত্রিত ৯টি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আইনমন্ত্রী স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি নির্মূলে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। দুর্নীতির বিরুদ্ধে পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মানি লন্ডারিং প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে মানি লন্ডারিং বিরোধী আইন ২০১৩ প্রণয়ন, বিদেশ থেকে সম্পদ উদ্ধারের প্রচেষ্টাসহ আরও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। জি-২০ দেশগুলোর মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, জাপান, চীন, মেক্সিকো, কানাডা, জার্মানি, ফ্রান্স, রিপাবলিক অব কোরিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সম্মেলনে সভাপতিত্ব করে ভারত এবং সহসভাপতিত্ব করে ইতালি। আমন্ত্রিত দেশ হিসেবে বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত অংশগ্রহণ করে।

সর্বশেষ খবর