শিরোনাম
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হটস্পট শনাক্ত করে অভিযান চালাতে হবে

ডা. এ বি এম আবদুল্লাহ

হটস্পট শনাক্ত করে অভিযান চালাতে হবে

ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ডেঙ্গুজ্বরের প্রকোপ রোধে সবার আগে মশা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। এ জন্য মশা নিধনে নিয়োজিত দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মশার হটস্পট খুঁজে সেখানে অভিযান চালাতে হবে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, ডেঙ্গুজ্বর থেকে নিরাপদে থাকতে প্রতিরোধ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। এ কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। মশা জন্মে এমন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু বাংলাদেশে নতুন কোনো রোগ নয়, আমরা ২০০০ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে লড়ছি। তবে ২০১৯, ২০ ও ২১ সাল থেকে এর প্রকোপ ক্রমেই বাড়ছে। এখন ডেঙ্গু পরিস্থিতি আরও বেশি খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, করোনা মহামারি শুরুর মাত্র এক বছরের মাথায় আমরা এর টিকা পেয়ে গেলাম। সারা বিশ্বের মানুষই করোনা টিকার আওতায় এসেছে। কিন্তু ডেঙ্গু এত বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রকোপ ছড়ালেও কেন এখনো এর টিকা সেভাবে পাওয়া যাচ্ছে না। এই মেডিসিন বিশেষজ্ঞ আরও বলেন, ডেঙ্গুর টিকা যে একেবারে নেই তা নয়। শুরুর দিকে ডেঙ্গুর কিছু কিছু টিকা তৈরি হয়েছিল। দেখা যায়, ডেঙ্গুর প্রধানত চার ধরনের ভাইরাস টাইপ রয়েছে। টাইপ ১, ২, ৩ ও ৪। তবে এমন কোনো টিকা বের হয়নি যে, এই চারটা টাইপের বিপক্ষেই তা কাজ করবে। সে জন্য বলা যায় ডেঙ্গুর জন্য কার্যকরী কোনো টিকা এখনো তৈরি হয়নি। এরপরও যে সব টিকা এখন ব্যবহার করা হচ্ছে, তার কার্যকারিতা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ এর কোনোটিরই স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ খবর