বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
দ্বাদশ সংসদ নির্বাচন

দেশব্যাপী ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ

সারা দেশে ভোটকেন্দ্র ৪২ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে ভোটার বাড়ায় কেন্দ্রের সংখ্যাও বাড়ছে। ইসির কর্মকর্তারা জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী গতকাল খসড়া কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট। দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর। তালিকা চূড়ান্ত করে মাঠপর্যায় থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এবার ১১ কোটি ৯১ লাখের বেশি ভোটারের বিপরীতে খসড়ায় ৪২ হাজার ৩৫০ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ইসিসূত্র জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার কেন্দ্র বাড়ছে ৫ দশমিক ৩৯ শতাংশ আর ভোটকক্ষ বাড়ছে ২৬ দশমিক ১৭ শতাংশ। একাদশ সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। ভোট কেন্দ্র ৪০ হাজার ১৮৩টি, ভোট কক্ষ ২ লাখ ৭ হাজার ৩১৯টি। এবারের খসড়ায় ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৬৯টি। ইসিসূত্র জানিয়েছেন, এবার রংপুর অঞ্চলে খসড়া ভোট কেন্দ্র ৪ হাজার ৬৬৩টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪ হাজার ৪৯৪টি। রাজশাহী অঞ্চলে ভোট কেন্দ্র ৫ হাজার ৪৭৫টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ৫ হাজার ১১৩টি। খুলনা অঞ্চলে ভোট কেন্দ্র ৫ হাজার ২২টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪ হাজার ৮৩৫টি। বরিশাল অঞ্চলে ভোট কেন্দ্র ২ হাজার ৮২১টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ২ হাজার ৬৭৭টি। ময়মনসিংহ অঞ্চলে ভোট কেন্দ্র ৫ হাজার ৫৩টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪ হাজার ৭৫৬টি। ঢাকা অঞ্চলে ভোট কেন্দ্র ৬ হাজার ৩৯১টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ৬ হাজার ১৫৬টি। ফরিদপুর অঞ্চলে ভোট কেন্দ্র ২ হাজার ১৫০টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ২ হাজার ৭৫টি। সিলেট অঞ্চলে ভোট কেন্দ্র ২ হাজার ৮৬৫টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ২ হাজার ৮০৫টি। কুমিল্লা অঞ্চলে ভোট কেন্দ্র ৪ হাজার ৭৪৫টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪ হাজার ২৯৪টি। চট্টগ্রাম অঞ্চলে ভোট কেন্দ্র ৩ হাজার ১৬৫টি, একাদশ সংসদ নির্বাচনে ছিল ২ হাজার ৯৭৮টি। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেছেন, ঢাকা অঞ্চলে খসড়া ভোট কেন্দ্র ৬ হাজার ৩৯১টি এবং একাদশ সংসদ নির্বাচনের সময় ছিল ৬ হাজার ১৫৬টি। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে ৩১ আগস্ট পর্যন্ত।

সর্বশেষ খবর