বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বিচারকের বাসায় ৪৭টি বন্দুক স্ত্রীকে গুলি করে হত্যা

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের এক বিচারকের বাসায় তল্লাশি চালিয়ে ‘অস্ত্রের ভাণ্ডার’ মিলেছে। এই ভাণ্ডারে রয়েছে ৪৭টি বন্দুক ও ২৬ হাজার রাউন্ড গোলাবারুদ। জেফরি ফার্গুসন নামের এই বিচারপতির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগও উঠেছে। সূত্র : এনডিটিভি, এবিসি নিউজ। খবরে বলা হয়, স্ত্রীকে হত্যার পর এই বিচারক ফোন করে তার সহকর্মীকে জানান, ‘আগামীকাল আদালতে আসা হবে না, পুলিশি হেফাজতে থাকব।’ উল্লেখ্য, এ ঘটনায় গত মঙ্গলবার অভিযুক্তকে বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় তল্লাশি চালিয়ে তারা বাসভবন থেকে ৪৭টি বন্দুক ও ২৬ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। ঘটনার সূত্রপাত সম্পর্কে খবরে বলা হয়, সম্প্রতি বাসার কাছে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ফার্গুসন। নিহত স্ত্রী শার্লির আইনজীবী জানান, তর্ক চলার সময় শার্লির দিকে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করেন ফার্গুসন। এ সময় স্ত্রী বলেন, আসল বন্দুক দিয়েই গুলি কর। তখনই কোমর থেকে অস্ত্র বের করে বুকে গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয় শার্লির। তারপর ঘাতক বিচারপতি নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে এ ঘটনা জানান। এরপর মার্কিন পুলিশ আটক করে ফার্গুসনকে। পরে তাকে তোলা হয় আদালতে।

এ সময় আদালতে দাঁড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেন তিনি। উল্লেখ্য, অভিযোগ প্রমাণিত হলে ৪০ বছরের সাজা হতে পারে এই বিচারপতির।

সর্বশেষ খবর