বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নাফ নদে নৌকা থেকে আইস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফ লেদা খাল সংলগ্ন নাফ নদে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল মো. জিল্লাল হোসেন ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে গতকাল বিকালে প্রেস ব্রিফিংয়ে বলেন, মিয়ানমার থেকে মাদক আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা কয়েকটি উপদলে নাফ নদে অবস্থান গ্রহণ করেন। একপর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারিরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে নাফ নদে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় নৌকাটি তল্লাশি করে ছয়টি ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করে টহলদল। পরে প্যাকেটের ভিতর থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। চোরাকারবারিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ সময় রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবীর ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর