শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডিম নিয়ে হুঁশিয়ারি

আমদানি করলে ২০ টাকায় খেতে হবে ডিম!

নিজস্ব প্রতিবেদক

ডিম নিয়ে হুঁশিয়ারি

ডিম আমদানি করলে ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)-এর ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক। গতকাল ইআরএফ মিলনায়তনে ‘পোলট্রি শিল্পে সংকট : প্রান্তিক খামারিদের সুরক্ষা ও ডিম-মুরগির উৎপাদন খরচ হ্রাসে করণীয়’ অনুষ্ঠানে আনোয়ারুল হক বলেন, আমদানি করে ডিমের দাম কমাতে চাইলে উল্টো দাম বাড়বে। তখন ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে। প্রান্তিক খামারিদের সুরক্ষা এবং ডিম-মুরগির উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পোলট্রি সংশ্লিষ্টরা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে এর আয়োজন করে।

হঠাৎ করে ডিমের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কোনো সিন্ডিকেট নেই বলেও অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন। ডিম আমদানি করা হলে দেশের পোলট্রি খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সংকট দূর করতে গিয়ে ডিম আমদানি করা হলে প্রান্তিক খামারিরা ক্ষতির মুখে পড়বে। তারা খামার বন্ধ করে দেবে, উৎপাদন কমে যাবে। এর ফলে ভোক্তাদের একটি ডিম ২০ টাকায় কিনতে হবে। মুরগির ফিডের দাম না কমালে ডিমের উৎপাদন খরচ কমানো সম্ভব নয়। এ জন্য ফিডের আমদানি   মূল্য কমানোর দাবি জানানো হয়। কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহিদুল হাসান বলেন, গরমের কারণে ডিম উৎপাদন কমছে। অথচ করপোরেট ব্যবসায়ীরা ডিমের দাম বাড়াচ্ছে, এ অভিযোগ সত্য নয়। বিপিআইসিসি সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, ভারতে ডিমের দাম কম। কারণ সেখানে খাদ্যের দাম কম। কিন্তু আমাদের দেশে দাম অনেক বেশি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন- বাংলাদেশ শাখার সহ-সভাপতি মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুধীর চৌধুরী, ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর