শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বনসাই প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

বনসাই প্রদর্শনী

রেডিয়েন্ট বনসাই সোসাইটির বার্ষিক প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল তিন দিনব্যাপী এ বনসাই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, দৈনিক ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ। রেডিয়েন্ট বনসাই সোসাইটির সভাপতি গুলশান নাসরিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরউদ্দিন আহমেদ।

প্রদর্শনীতে প্রায় ৫০ প্রজাতির তিন শতাধিক বনসাই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে। গতকাল প্রদর্শনীর প্রথম দিনই উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী ভিড় জমান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী খোলা থাকছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর